কোরয়ান থেকে জেনে নিই কিভাবে কার নিকট দোয়া করতে হবে এবং কি করলে দোয়া কবুল হবে।
আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হন! তিনি পূর্ব ও পশ্চিমের পালনকর্তা। তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। অতএব তাঁকেই গ্রহণ করুন, কর্ম বিধায়করূপে।
-সুরা: মুজ্জাম্মেল, ৮-৯
তিনি মোমিন ও সৎকর্মশীলদের দোয়া শোনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফেরদের জন্যে রয়েছে কঠোর শাস্তি।
-সুরা: শুরা, ২৬।
যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্যে রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
-সুরা: ত্বিন, ৬
তিনি চিরঞ্জীব। তিনি ব্যাতীত কোন উপাস্য নেই। অতএব, তাঁকেই ডাক তাঁর আনুগত্যে একনিষ্ঠ হয়ে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহরই জন্যে।
-সুরা: আল্ মু'মিন, ৬৫
আর আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, তখন (আপনি বলুন) আমি তো নিকটেই রয়েছি। প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে তখন আমি তাদের প্রার্থনা কবুল করি। কাজেই আমার ডাকে সাড়া দেওয়া এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করা তাদের উচিত। আশা করা যায় তারা সৎপথ পাবে।
-সুরা: আল্ বাকারা, ১৮৬।
হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, তাঁর নৈকট্য লাভের জন্যে অসিলা অনুসন্ধান কর এবং তাঁর পথে জেহাদ কর, যাতে তোমরা সফলকাম হতে পার।
সুরা: আল্ মায়েদা, ৩৫
নোটঃ 'অসিলা' শব্দের অর্থ সংযোগ স্থাপন করা। অসিলা সেই বস্তুকে বলা হয়, যা একজনকে অপরজনের সহিত আগ্রহ ও সম্প্রীতি সহকারে সংযুক্ত করে দেয়।
ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করলে কোরয়ান থেকে দোয়া সমূহ ধাপে ধাপে পোস্ট করবো।
হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবূল করুন। 2-127
সম্মানিত কোরয়ান প্রেমী ভাই ও বোনেরা, আপনারা চাইলে আমাদের গ্রুপে এড হয়ে কোরয়ানের আলোচনা আরো বেশি বাড়িয়ে নিতে পারেন।
লিংকঃ সিরাতল মুস্তাকিম - Siratal Mustakim - صِّرَاطَ ٱلْمُسْتَقِيمَ
Comments
Post a Comment